দেশজুড়ে

লাল সবুজ কার্ড হাতে ছাত্র ছাত্রীদের শপথ গ্রহণ

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৪ , ৩:৩৮:১৯ প্রিন্ট সংস্করণ

লাল সবুজ কার্ড হাতে ছাত্র ছাত্রীদের শপথ গ্রহণ

বাংলাদেশের আনাচে কানাচে প্রায় ৩ লাখ ৫০ হাজার কিশোর, কিশোরী থেকে শুরু করে যুবসমাজে মাঝে মাদকের বিরুদ্ধে সোচ্চার,বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন সামজিক কর্মকাণ্ড পরিচালনা করছে সামাজিক সংগঠন লালা সবুজ উন্নয়ন সংঙ্ঘ। 

বুধবার (১৭ জানুয়ারি) সকালে বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীদের এই শপথ পাঠ করান সামাজিক সংগঠন  লালা সবুজ উন্নয়ন সংঙ্ঘ। 

মতবিনিময় সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা হাতে লাল কার্ড হাতে মাদক গ্রহণ,বাল্য বিবাহ,জঙ্গিবাদ,দুর্নীতি  সহ সমাজ ও দেশ বিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে লাল কার্ড দেখান এবং দেশ প্রেম, সত্যবাদীতা ও শিক্ষক,পিতামাতার শ্রদ্ধার প্রতি সবুজ কার্ড হাতে  শপথ করেন। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ হোসাইনুজ্জামান চৌধুরী,, ট্যুরিস্ট পুলিশ,পরিদর্শক,স্বপন কুমার আইচ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্রছাত্রী বৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by