বরিশাল

শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের শিক্ষা হবে ডিজিটাল ও স্মার্ট ব্যবস্থা: এমপি মুকুল

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:২২:১৪ প্রিন্ট সংস্করণ

নিয়াজ মাহমুদ জয়, ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছয় তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সাংসদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল।

শনিবার দুপুর সাড়ে বারটার সময় একাডেমিক ভবনে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিদ্যালয়ের প্রাণবন্ত অনুষ্ঠানে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি এমপি মুকুল বলেন, দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ডিজিটাল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট সিটিজেন তৈরিতে কাজ করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল ও স্মার্ট শিক্ষা ব্যবস্থা। সুচারুরূপে কর্ম সমাধানের জন্য জ্ঞান অর্জন করতে হবে। প্রকৃত জ্ঞানই সুনাগরিক হিসাবে গড়ে তুলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মোর্শেদ কিরন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের অধ্যক্ষ গোবিন্দ প্রসাদ সরকারসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by