ময়মনসিংহ

শেরপুরের জেলা জজসহ পরিবারের সবাই করোনায় আক্রান্ত

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২১ , ৮:১৩:১১ প্রিন্ট সংস্করণ

ফাইল ছবি

শেরপুর প্রতিনিধি

শেরপুর আদালতের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোবারক হোসেন।

 

তিনি এখন ঢাকায় সরকারি কর্মকর্তা স্ত্রীর সরকারি বাসায় অবস্থান করছেন। সামান্য নাকবন্ধ ও শরীর ব্যথা ছাড়া তেমন কোন উপসর্গ নেই বলে জানিয়েছেন বিচারক আল মামুন।

 

গত সপ্তাহে তার স্ত্রী ইডেন কলেজের অধ্যাপক সানজিদা নাছরিন, দুই ছেলে ও কাজের মেয়েসহ সবাই করোনায় আক্রান্ত হয়েছেন জানিয়েছেন। স্ত্রীর সামান্য শ্বাষকষ্ঠ ছাড়া পরিবারের আর কারও তেমন সমস্যা নেই।

 

করোনায় আক্রান্ত এই বিচারক সবার কাছে দোয়া চেয়েছেন। এদিকে গতকাল সন্ধ্যায় ওই আদালতের পিপি এড. চন্দন কুমার পাল গতকাল বৃহস্পাতবার করোনায় আক্রান্ত হন।

আরও খবর

Sponsered content

Powered by