ঢাকা

শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের দোকানে দুর্ধর্ষ চুরি

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২০ , ৭:০৬:৩৮ প্রিন্ট সংস্করণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা প্রসিদ্ধ ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে নগদ প্রায় ১৩ লাখসহ ১৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় ঘটনায় গত পাঁচদিনে কেউ গ্রেপ্তার হয়নি। ওই মার্কেটের নিউ আবরনী কাপড়ের দোকানী মাহমুদুল আলম ৮ সেপ্টেম্বর মঙ্গলবার শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মার্কেটটি শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার একটি প্রসিদ্ধ মার্কেট। মামলার বিবরণে জানা গেছে, ৬ সেপ্টেম্বর রোববার রাত ৯টার পর ব্যবসায়িক কাজ শেষ করে ক্যাশ বক্সে তালা লাগিয়ে দোকান বন্ধ করে যান। দোকান বন্ধ করার সময় ১২ লাখ ৭০ হাজার নগদ টাকা ও তিন ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস ক্যাশ বাক্সে রেখে যান। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোকানে গিয়ে তিনি দেখতে পান দোকানের সাটারের তালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে দেখেন ক্যাশ বাক্স ভাঙ্গা ও বাক্সে থাকা কাগজপত্র ছড়ানো ছিটানো এবং টাকা ও স্বর্ণালংকার নেই। তিনি মার্কেটের নিরাপত্তা কর্মীদের অবহেলার বিষয়টিকে গুরুত্ব দিয়ে থানায় এ সংক্রান্ত মামলা দায়ের করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় একজন উপ-পরিদর্শককে (এসআই) তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি প্রয়োজনীয় আইনী প্রক্রিয়ায় তৎপর রয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by