চট্টগ্রাম

সরকারি-বেসরকারি অংশগ্রহণে গুরুত্বপূর্ণ প্রকল্প সহজে বাস্তবায়ন সম্ভব: ড. মুশফিক

  প্রতিনিধি ১৮ জুন ২০২৩ , ৩:০৫:৫৯ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

সরকারি-বেসরকারি অংশগ্রহণে গুরুত্বপূর্ণ প্রকল্প সহজে বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড. মোঃ মুশফিকুর রহমান। 

শনিবার (১৭ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি বেসরকারি অংশীদারীত্বের কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য  আউটসোর্সিংয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গঠন সম্ভব হবে।

জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।

এসময় উপস্থিত ছিলেন- উপ-সচিব আক্তারুন নাহার, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  নুর এ আলম, সাজিয়া পারভিন, সমাজকর্মী জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ। এছাড়া সরকারি বেসরকারি সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by