দেশজুড়ে

সরাইলে আইন অমান্য করায় ১৭ জনকে জরিমানা

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ৫:৪৪:৫৯ প্রিন্ট সংস্করণ

সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও আইন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম মোসা ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকার পরিচালনায় ভাম্যমান আদালতে ১৭ জনকে নগদ অর্থদন্ড প্রদান করেন। গতকাল সদর ইউনিয়নের শাহ আলম ২ হাজার, নিলুফা ১ হাজার, মনজিল হাসান পাঁচশত, কান্তিশ পাল ২ হাজার, মহিউদ্দিন পাঁচশত, হুমায়ন কবির ২ হাজার, গাফ্ফার ২ হাজার, মান্না দুইশত, লিপি দুইশত, লুৎফুর রহমান ২ হাজার, চুন্টা ইউনিয়নের সফি উদ্দিন ২ হাজার, আশিকুল্লা পাঁচশত, নোয়াব মিয়া পাঁচশত, মাসেক পাঁচশত, পানিশ্বর ইউনিয়নের জোবায়ের পাঁচশত, জসিম পাচঁশত, সাদেক মিয়া দুইশত টাকা। 

আরও খবর

Sponsered content

Powered by