দেশজুড়ে

সিরাজগঞ্জে শাড়ি তৈরির কারখানায় আগুন

  প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৪ , ৪:০০:৩৭ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জে শাড়ি তৈরির কারখানায় আগুন

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁতের শাড়ীর তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বেলকুচি পৌরসভার চন্দনগাঁতী সাহা পাড়া মহল্লার উত্তম সাহার কারখানার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, রাতে শাড়ির কারখানায় আগুন দেখতে চিৎকার শুরু করেন তারা। পরে প্রতিবেশিরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ৯৯৯ এ ফোন করলে ফায়ার সার্ভিসের একটি ইউনিটি প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

আরও খবর

Sponsered content

Powered by