ঢাকা

সিরাজদিখানে মুজিব বর্ষে কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচী

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২০ , ৭:১৯:৪৭ প্রিন্ট সংস্করণ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে সিরাজদিখান উপজেলা কৃষকলীগ বয়রাগাদী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় বয়রাগাদী ইউনিয়ন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। যা পর্যায় ক্রমে সারা উপজেলায় ও ১৪টি ইউনিয়নে বৃক্ষরোপণ করা হবে। সিরাজদিখান উপজেলা কৃষকলীগ সভাপতি দীন মোহাম্মদ লালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহানা মহিউদ্দিন। উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগ সভাপতি মহসিন খান মাখন, মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম ফিরোজ, সিরাজদিখান উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, বয়রাগাদী ইউনিয়ন চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, লতব্দী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হাফেজ ফজলুল হক, বয়রাগাদী ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মো. শহিদুল্লা সহিদ, মৃধা মান্নান কাজলসহ উপজেলা কৃষকলীগ কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বৃক্ষরোপন অনুষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন ধরণের সৌন্দর্য্যবর্ধক চারা রোপন করা হয়। সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নে দুই হাজার পাঁচশত বৃক্ষরোপনের টার্গেট নেয়া হয়। এ্যাডভোকেট সোহানা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আজ হুমকির মুখে। তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে হলে বিপুল পরিমাণ গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো।

আরও খবর

Sponsered content

Powered by