দেশজুড়ে

সীতাকুন্ডে গৃহবধুর আত্মহত্যা

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ৭:৩৫:৪৩ প্রিন্ট সংস্করণ

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুন্ডে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছে সোনিয়া আক্তার নামের এক গৃহবধু। শুক্রবার রাত পৌনে ১১ টার দিকে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতলের ২নং ওয়ার্ডে রাজা মিয়া মিকারের বাড়ীতে এঘটনা ঘটে। সোনিয়া ঐ বাড়ির কাউছারের স্ত্রী। শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। রান্না ঘরে তিরের সাথে উড়না পেঁছিয়ে গলায় ফাঁস দিয়ে সোনিয়া আত্মহত্যা করেন বলে জানান, শ্বশুর বাড়ির লোকজন। তবে সোনিয়ার পরিবারের দাবী এটি পরিকল্পিত হত্যা। এই বিষয়ে স্থানীয় মহিলা ইউপি সদস্য জাহানারা জানান, সোনিয়ার বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে তিন চার বার বৈঠক হয়। আমি একটি বৈঠকে উপস্থিত ছিলাম। কাউছার এর ছোট বোন কিছু দিন আগে প্রেমের সম্পর্কের কারণে একটি ছেলের সাথে ঘর থেকে পালিয়ে যায়। সোনিয়ার শ্বশুর শাশুড়ির দাবী তার ননদকে পালিয়ে যেতে সোনিয়া সহযোগীতা করেছে। সোনিয়ার পরিবারের দাবী কাউছার মাদকাসক্ত। মডেল থানার পরিদর্শক (তদন্ত ওসি) সুমন বর্ণিক জানান, এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by