শিক্ষা

সেপ্টেম্বর নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে: শিক্ষামন্ত্রী 

  প্রতিনিধি ১৫ আগস্ট ২০২১ , ৫:৫৭:২৭ প্রিন্ট সংস্করণ

নিয়ন্ত্রণে আসলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলব কিন্তু এটা কবে হবে সেটা বলতে পারছি না। বিশেষজ্ঞরা বলেন, সংক্রমণ হার শতকরা ৫ ভাগ হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়। সেটা যেমন আমরা মাথায় রাখছি একই সঙ্গে যেহেতু টিকা কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়েছে তাই টিকা না নেওয়া শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসতে পারলে একবারে সংক্রমণ ৫ শতাংশে নেমে না আসলেও একটা যথেষ্ট পরিমাণ নিচে নামলেই হয়তো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে।

বিশ্ববিদ্যালয় পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, অনেকগুলো বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিচ্ছে বাকিগুলো পরীক্ষা নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by