চট্টগ্রাম

হরতাল-অবরোধের সমর্থনে চট্টগ্রামে বিএনপির মিছিল

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৩ , ৩:৪০:৪২ প্রিন্ট সংস্করণ

হরতাল-অবরোধের সমর্থনে চট্টগ্রামে বিএনপির মিছিল

বিএনপি কেন্দ্রীয় ঘোষিত দ্বিতীয় দফার ৪৮ঘন্টার অবরোধের প্রথমদিন রবিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম নগরী ও উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল মিটিং ও বিক্ষোভের মাধ্যমে তাদের অবস্থান জানান দেয়ার চেষ্টা করেছেন। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মুক্তির দাবিতে অবরোধের সাথে চট্টগ্রামে সকাল সন্ধ্যা হরতালও পালন করেছে দলটি। কিন্তু রাজপথে তাদেরকে শক্ত অবস্থান বা প্রতিরোধ গড়ে তুলতে দেখা যাচ্ছে না। প্রশাসনের অগোচরে এক প্রকার চুরি করে ঝটিকা মিছিল কিংবা ফটোসেশন করেই নিজেদের দায়িত্ব সারছেন দায়িত্বশীলরা।

হরতাল অবরোধের ডাক দিলেও বিএনপিকে রাজপথে তেমন দেখা যায়নি। কয়েক জায়গায় স্বল্প সংখ্যক নেতাকর্মী মিলে দুই/তিন মিনিটের ঝটিকা মিছিলেই সীমাবদ্ধ থাকতে দেখা গেছে দলটিকে। কোনো রকমে ব্যানারটা খুলে গলি পথে দু/এক মিনিটের ফটোসেশন করেই লাপাত্তা হয়ে যাচ্ছে তারা। ফলে রাজপথে তাদের তেমন উপস্থিতি চোখে পড়ছেনা। মহাসড়কে গণপরিবহণ না থাকলেও নগরজুড়ে রীতিমতো যানজট লেগে থাকার অবস্থা। নগরীর মোড়ে মোড়ে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর সরব উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

প্রশাসনের কঠোর অবস্থানে কোথাও নামতে পারছেনা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাই নামকাওয়াস্তে হরতালের ডাক দিলেও তা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে নগরজুড়ে। নগরে গণপরিবহণ ও ব্যক্তিগত গাড়ী চলেছে অন্যদিনের মতো স্বাভাবিকভাবেই। সকাল বেলা প্রশাসন মাঠে নামার আগেই কোথাও কোথাও ঝটিকা মিছিল বা ফটোসেশন করেছেন বিএনপির নেতাকর্মীরা। কোথাও মূল সড়কে ছেড়ে অলি গলিতেও এ দায়িত্ব সারছেন দায়সারাভাবে। অপরদিকে নগরীর প্রত্যেক মোড়ে অবস্থান নিয়ে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ চালিয়ে চেয়ার পেতে ব্যানার টানিয়ে রীতিমতো সমাবেশ করেছেন সরকারী দলের নেতাকর্মীরা। যদিও তাদের চেয়ারগুলো লোকজনের অভাবে খালি পড়ে থাকতে দেখা গেছে। দু/একজনকে বক্তব্যরত অবস্থায় দেখা গেলেও সামনে তেমন শ্রোতার দেখা মিলছেনা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচীগুলোতে।

এদিকে দিনের শুরুতে নগরীর পতেঙ্গা থানার কাটঘরের গুমপাড়ায় গার্মেন্টস শ্রমিকদের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফজরের নামাজের সময় এ ঘটনা ঘটে। এ ব্যপারে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, ‘বাসটি পোশাক শ্রমিকদের নেওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল। চালক বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে গেলে দুস্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়।

এর বাইরে নগরীর চান্দগাঁও এলাকায় নেতাকর্মীদের নিয়ে মিছিল ও পিকেটিং করেছে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন। এসময় তারা টায়ার জ¦ালিয়ে রাস্তায় বিক্ষোভ করেন। নগরীর ষোলশহর এলাকায় মিছিল করেছে উত্তর জেলা বিএনপি। এসময় উত্তর জেলা বিএনপি নেতা এম এ হালিম, নুরুল আমিন, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট আবু তাহের, আবু আহমেদ হাসনাত, মোহাম্মদ সেলিম চেয়ারম্যানসহ কয়েকজন অনুসারী সাথে ছিলেন। নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে বিএনপি নেতা সেকান্দার হোসাইন, মোঃ ইকবাল হোসেন, যুবদল নেতা বজল আহমদসহ কয়েকজন মিলে একটি ঝটিকা মিছিল করেছেন। নগরীর আকবর শাহ রেলগেট এলাকায় কয়েকজন যুবক মিছিল ও বিক্ষোভ করে অবরোধ হরতাল সফল করার শ্লোগান দিয়েছেন। আনোয়ারায় বিএনপি নেতা হেলালের অনুসারীরা রাস্তায় একটি টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করে পুলিশ আসার আগেই সটকে পড়েন।

বিএনপি’র তৃণমূল কর্মীদের দাবি, সিনিয়র নেতারা মামলা এবং গ্রেপ্তারের ভয়ে মাঠে নামতে পারছেন না। প্রশাসন প্রতিরাতে নেতাকর্মীদের বাড়ী বাড়ী গিয়ে তল্লাশি চালাচ্ছেন। নেতাকর্মীরা ঘরবাড়ী ছেড়ে একপ্রকার যাযাবর জীবন যাপন করছেন। শুধু নেতা কর্মীরা না, বিএনপি সমর্থন করেন এমন মানুষজনও দিশেহারা হয়ে অনিরাপদ রাত কাটাচ্ছেন। এমতাবস্থায় জোরদার আন্দোলন গড়ে তোলা খুব কঠিন। তবে দুঃসময় কেটে যাবে বলে তাদের দৃঢ় বিশ^াস।

অপরদিকে নগরীর আগ্রাবাদ মোড়, বারিক বিল্ডিং মোড়, লালখান বাজার মোড়, নিউ মার্কেট মোড়, চকবাজার মোড়, বহদ্দারহাট মোড়সহ সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনভর মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ।

আরও খবর

Sponsered content

Powered by