রংপুর

হাতীবান্ধায় অগ্নিদগ্ধ হাজেরার পাশে মানবাধিকার কমিশন

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২১ , ৭:৩০:২৭ প্রিন্ট সংস্করণ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :

লালমনিরহাটের হাতীবান্ধায় অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হাজেরা ও তার দুই সন্তানের চিকিৎসাসেবায় এগিয়ে এলেন মানবাধিকার কমিশনের হাতীবান্ধা শাখা।

শনিবার সকালে মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি আলহাজ নূরুজ্জামান ও সম্পাদক নূরমোহাম্মদ বাবলুর নেতৃত্বে কমিটির সদস্যবৃন্দ হাসপাতালে যান এবং দগ্ধ নারী ও তাদের সন্তানদের চিকিৎসার খোঁজখবর নেন এবং নগদ ৫ হাজার টাকা দেন।

এরপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে ডা: নাঈমের সঙ্গে হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকগন যেন সেবার মানসিকতা নিয়ে কাজ করেন সে দাবি করেন। এছাড়াও রোগীদের পরীক্ষা নিরিক্ষার সুবিধা যেন হাসপাতালে করা হয় সে বিষয়েও আলোচনা হয়।

 

Powered by