ঢাকা

অবৈধ হাসপাতাল বন্ধের জন্য সিভিল সার্জন কিশোরগন্জের তদন্ত কমিটির সুপারিশ

  প্রতিনিধি ৩ নভেম্বর ২০২০ , ৪:০৯:৪৪ প্রিন্ট সংস্করণ

কিশোরগন্জ প্রতিনিধি:
জেলার কটিয়াদী উপজেলার  একটি বেসরকারি  হাসপাতালের বিরুদ্ধে  বিভিন্ন অনিয়ম  অভিযোগের সত্যতা পেয়েছেন  সিভিল সার্জন অফিসের তদন্ত কমিটি ।
জানাগেছে  কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  সন্নিকটে ৭/৮ বছর যাবত সরকারী সংস্হা সমূহের অনুমোদন ছাড়াই  কেয়ার জেনারেল  হসপিটাল  এন্ড ডায়াগনস্টিক সেন্টার   নামে প্রতিষ্ঠান ব্যবসা করে আসছিল।
স্বাস্থ্য  কমপ্লেক্সের  ল্যাব টেকনিশিয়ান  মোঃ মোস্তাফা   ও তার ছেলে রিয়াদ হোসেন  এ ক্লিনিকের মালিক। গত ২১ সেপ্টেম্বর ২০২০  কটিয়াদি  নোয়াপাড়া গ্রামের সাদেক ক্লিনিকে ভর্তি শিশু হত্যা, রোগীনির জরায়ু কেটে ফেলা,  দালাল বাণিজ্য, দক্ষতাহীন  নামমাএ জনবল দিয়ে লাইসেন্স বিহীন ক্লিনিক পরিচালনার  অভিযোগ করে সিভিলসার্জন কিশোরগন্জ ও স্বাস্থ্য  মন্ত্রণালয়ের  উর্ধতনকর্মকর্তা বরাবরে আবেদন করেন।
তাৎক্ষনিক ভাবে  ডেপুটি সিভিল সার্জন কিশোরগন্জ ডাঃ মোঃ মোস্তাফিজুর  রহমান এর নেতৃত্বে ৪  সদস্যের  তদন্ত কমিটি বিষয়টি সরেজমিনে তদন্ত করে  অভিযোগের  সত্যতা পেয়েছেন বলে সিভিলসার্জন কিশোরগন্জ ডাঃ মোঃ মুজিবুর রহমান  ব্রেকিং নিউজ কে নিশ্চিত  করেছেন ।
শাহ মোঃ সারওয়ার জাহান
কিশোরগঞ প্রতিনিধি।

আরও খবর

Sponsered content

Powered by