খুলনা

আগামী মাসেই চালু হবে কালনা মধুমতী সেতু

  প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২২ , ৫:০৭:৫২ প্রিন্ট সংস্করণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী মাসের যেকোনো দিনে কালনা মধুমতী সেতুর উদ্বোধন করা হবে।

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নড়াইল জেলার কালনা এলাকায় মধুমতী নদীর ওপর নির্মিত মধুমতী সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, ‘সেতুর উদ্বোধনের দিনক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেই জানিয়ে দেবেন। ইতিমধ্যেই সেতু-সংক্রান্ত সব তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং তিনি সই করেছেন।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই সেতুর নামকরণ করা হয়েছে ‘মধুমতী সেতু’। ৬৯০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণে ব্যয় হয়েছে ৯৫৯ কোটি ৮৫ লাখ টাকা।’

মধুমতী সেতুকে পদ্মার মিসিং লেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর সুবিধা পেতে হলে মধুমতী সেতু নির্মাণ করতেই হতো।’

আরও খবর

Sponsered content

Powered by