রাজশাহী

ইউপি নির্বাচন: কাহালুর ৮ ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২১ , ৮:৩২:৫২ প্রিন্ট সংস্করণ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : ৪র্থ ধাপে ইউপি নির্বাচন বগুড়ার কাহালু উপজেলার ৮টি ইউনিয়নে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে কাহালু সদর ইউনিয়নে সহকারী অধ্যাপক পি এম বেল্লাল হোসেন ঘোড়া মার্কা প্রতীকে ৫ হাজার ৬ শত ৮২ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বীরকেদার ইউনিয়নে মো. ছেলিম উদ্দিন প্রামানিক মোটর সাইকেল প্রতীকে ৭ হাজার ৫ শত ২০ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

পাইকড় ইউনিয়নে অত্র ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. মিটু চৌধুরী নৌকা মার্কা প্রতীকে ৫ হাজার ৭ শত ৬ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নারহট্র ইউনিয়নে মো.আব্দুর রহিম প্রাং আনারস মার্কা প্রতীকে ৫ হাজার ৭ শত ৩৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জামগ্রাম ইউনিয়নে অত্র ইউনিয়ন আ.লীগের সভাপতি প্রভাষক মনোয়ার হোসেন খোকন নৌকা মার্কা প্রতীকে ৬ হাজার ৮ শত ৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মালঞ্চা ইউনিয়নে মো. নেছার উদ্দিন মোটর সাইকেল প্রতীকে ৬ হাজার ৩ শত ৭১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কালাই ইউনিয়নে মো. জোবায়দুল ইসলাম সবুজ অটো রিকশা প্রতীকে ৪ হাজার ৪ শত ৭৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মুরইল ইউনিয়নে মো. আব্দুল জলিল ঘোড়া প্রতীকে ৫ হাজার ৯ শত ৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

আরও খবর

Sponsered content

Powered by