ঢাকা

কালকিনিতে ব্যবসা প্রতিষ্ঠানে দূধর্ষ চুরি

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২০ , ৮:১৬:৩০ প্রিন্ট সংস্করণ

কালকিনিতে ব্যবসা প্রতিষ্ঠানে দূধর্ষ চুরি

মাদারীপুর প্রতিনিধি : দোকান ঘরের টিনের চালা কেটে মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারের শরীফ কসমেটিকস্ এন্ড কনফেকশনারী দোকানে দূধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোরের দল দোকান থেকে নদগ ৪’লক্ষাধীক টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। ওই দোকানের সি.সি টিভির ভিডিও ফুটেজ থেকে চুরির ভিডিও ধারন করা হয়েছে। ওই ভিডিও ফুটেজ দেখে চোর সনাক্তের দাবীতে থানা পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। এদিকে সোমবার সকালে এ চুরির ঘটনার প্রতিবাদে একটি প্রতিবাদ সভা করেছেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয় ব্যবসায়ীরা। ভূক্তভোগী ও পুলিশ সুত্রে জানা গেছে, শরীফ কসমেটিকস্ এন্ড কনফেকশনারী দোকানটি প্রতিদিনের ন্যায় রাতে দোকানের মালিক মোঃ শরিফুল ইসলাম শরিফ তার দোকানঘর তালা মেড়ে বাড়ি চলে যান। এ সুযোগে চোর চক্র ১লা আগস্ট রাত ১টার দিকে (ভিডিও ফুটেজে ধারন করা সময় অনুযায়ি) দোকানে টিনের চালা কেটে প্রথমে দোকানের ভীতরে ডোকে পরে তালাবদ্ধ ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ ৪’লক্ষ টাকা ও প্রযোজনীয় কাগজপত্র নিয়ে যায়। পরে ওই দোকানের সি.সি টিভির ভিডিও ফুটেজ থেকে চুরির ভিডিও ধারন করা হয়েছে। এবং ওই ভিডিও ফুটেজ দেখে চোর সনাক্তের দাবীতে থানা পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। অভিযোগ পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পুরদর্শন করেন। এ ব্যাপারে কালকিনি থানার এস.আই দীবাকর সরকার বলেন, ভিডিও ফুটেজ দেখে চোর সনাক্ত করে টাকা ও কাগজপত্র উদ্ধারের চেষ্টা চলছে। তবে এ চুরির ঘটনায় একজনকে সন্দেহ করা হয়েছে। তাই তার সি.ডি.আরের জন্য কনট্রোল রুমে আবেদন করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by