ময়মনসিংহ

কেন্দুয়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২০ , ৭:৪৯:৪৯ প্রিন্ট সংস্করণ

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। শনিবার উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষিত নারীদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী,উপজেলা প্রকৌশলী জাকির হাসান, রিপোটার্স ক্লাব সভাপতি আবুল কাশেম আকন্দ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল ইসলাম বলেন,বঙ্গবন্ধুর রাজনীতি ও চলার পথের সাহসী প্রতীক ছিলেন বঙ্গমাতা। প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব। বঙ্গবন্ধু কারারুদ্ধ অবস্থায় তিনি তার সন্তানদের আগলে রেখেছিলেন। তিনি নিজের টাকা জমিয়ে রাজনীতির জন্য সেই টাকা বঙ্গবন্ধু হাতে তুলে দিতেন। তার আদর্শ থেকে এখনকার নারীদের অনেক কিছু শেখার আছে। ধৈর্য্যরের সাথে সকল প্রতিকুলতা মোকাবিলা করেছেন তিনি। আলোচনাসভা শেষে সমাজের পিছিয়ে পড়া ৬ জন নারীকে ৬ টি সেলাই মেশিন প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by