খুলনা

কেশবপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২১ , ৬:১৭:৫৮ প্রিন্ট সংস্করণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

কেশবপুর উপজেলা পরিষদ চত্ত্বরে  সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। খরিপ-১/২০২০/২০২১ মৌসুমে আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৬৩০ জন কৃষকের জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি প্রদান করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে কৃষকের মাঝে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস ও নজরুল ইসলাম খান।

আরও খবর

Sponsered content

Powered by