দেশজুড়ে

গাজীপুরের পুলিশ সুপার কাপাসিয়ায় সাংবাদিকদের পিপিই দিলেন

  প্রতিনিধি ৫ মে ২০২০ , ৯:২১:০৯ প্রিন্ট সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : বর্তমানে করোনা ভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কর্মরত ২৯জন সাংবাদিককে ব্যক্তিগত সামগ্রী (পিপিই) দিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহারের পক্ষে থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম

গতকাল দুপুরে কাপাসিয়া থানা কমপ্লেক্সে সামাজিক দূরত্ব বজায় রেখে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহারের প্রদত্ত এই পিপিই বিতরণ করা হয় বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়তে দেশের সাংবাদিকগণ সবসময়ই জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে সংবাদ সংগ্রহ করে দেশবাসীকে জানাচ্ছেন এই ঝুঁকি নিয়ে করোনা ভাইরাস কে মোকাবেলা করার জন্য সাহস যোগাতে সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দিলেন পুলিশ সুপার তাকে সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন

সময় কাপাসিয়া কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন বর্তমানে বাংলাদেশের জেলাভিত্তিক গাজীপুর জেলা করোনা আক্রান্তের দিক থেকে তৃতীয়স্থান গাজীপুর জেলা তারই মধ্যে ২য় কাপাসিয়া উপজেলা এই উপজেলায় ইতিমধ্যে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সাংবাদিকসহ ৭০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন

এদের মধ্যে ৪৬জন ইতিমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অন্যরাও সুস্থ হওয়ার পথে কাপাসিয়ার স্থানীয় সংসদ সদস্য উপজেলা প্রশাসনের চেষ্টায় সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ রায়েদ পল্লী মডিউল কমিউনিটি সেন্টার করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য আইসোলেশন সেন্টার হিসাবে কার্যক্রম চলছে

আরও খবর

Sponsered content

Powered by