ঢাকা

গাজীপুরে তেলের লরির ধাক্কায় প্রাণ গেল এক শিশুর

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২২ , ৫:২৯:৪২ প্রিন্ট সংস্করণ

সাইফুল ইসলাম শুভ, গাজীপুর সদর প্রতিনিধি:

গাজীপুর সদর উপজেলায় মায়ের সঙ্গে বাবার কাছে যাওয়ার সময় তেলের লরির চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম হাবিব (৩)।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় সিএনজি ও ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু হাবিব পাবনা জেলার সুজানগর উপজেলার চরভবানীপুর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, হাবিবের বাবা আলাউদ্দিন মিয়া সিএনজি ও ফিলিং স্টেশনের পাশেই একটি দোকানের মালিক। সকালে মায়ের সঙ্গে বাবার দোকানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিশুটি রাস্তার পাশ দিয়ে চলাচলের সময় চোখের আড়ালে বাচ্চাটি পেট্রোল পাম্পের প্রবেশের রাস্তার পাশে খেলাধুলা করছিল এমন সময় পেট্রোল পাম্পের তেলের লরি প্রবেশের সময় বাচ্চাটি দৌড় দিলে লরির পিছনের চাকায় স্বজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।পরে উপস্থিত স্থানীয় জনতা গাড়ি ও চালককে আটক করে।

নওজোর হাইওয়ে থানার ওসি মাহমুদ আদনান জানান, তেলের লরির পিছনের চাকায় স্বজোরে ধাক্কা লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তেলের লরি (ঢাকা মেট্রো- ট-১৮-৪২৫৩) ও চালককে আটক করা হয়েছে; মামলাও প্রক্রিয়াধীন।

 

আরও খবর

Sponsered content

Powered by