ঢাকা

গাজীপুর সিটি নির্বাচনে চূড়ান্ত লড়বেন যেসব প্রার্থী

  প্রতিনিধি ৮ মে ২০২৩ , ৬:৪১:৩৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তিনটি পদে মোট ৩২৪ জন প্রার্থী লড়াই করবেন। আজ সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মেয়র পদে একজন ও কাউন্সিলর পদে ৩৬ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

সবশেষ মেয়র পদে ৮ জন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৭ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামীকাল তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তারপর তারা আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, নির্বাচনে মেয়র পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল হয়, একজন প্রত্যাহার করে নেন। অপরদিকে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশন ১৭ জনের প্রার্থিতা বাতিল করলেও আপিলে তিনজন প্রার্থিতা ফিরে পান। প্রত্যাহারের শেষ দিন আজ ৩৬ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮২ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল, পরে আপিলে একজন প্রার্থিতা ফিরে পান।

গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছে ১৮ জন। সিটি করপোরেশনে মোট ওয়ার্ড ৫৭টি।

আরও খবর

Sponsered content

Powered by