ময়মনসিংহ

গৌরীপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২২ , ৭:৩৬:৪৪ প্রিন্ট সংস্করণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে “শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ: প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি”- শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উপলক্ষ্যে সোমবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক ও ছাত্রী-ছাত্রীরা।

পরে বঙ্গবন্ধু ডিজিটাল শিক্ষা ভবন হলরুমে মূল অনুষ্ঠান সম্প্রচার শেষে অনুষ্ঠিত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার কময় রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, এসিল্যান্ড মোসাঃ নিকহাত আরা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, কৃষিবিদ লুৎফুন্নাহার, বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ওসি তদন্ত মোঃ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন প্রমুখ। ইউএনও তার বক্তব্যে বলেন সকল কর্মকর্তাদের ডিজিটাল বাংলাদেশের সুফল নাগরিকদের নিকট পৌঁছে দিতে হবে।

আরও খবর

Sponsered content

Powered by