বরিশাল

তিন মাস পর ২১ জেলের সন্ধান ভারতে

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৩ , ৫:২৩:৩৯ প্রিন্ট সংস্করণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি :

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ট্রলারডুবিতে নিখোঁজ ভোলার ২১ জেলের সন্ধান মিলেছে। ভারতের পশ্চিমবঙ্গের একটি কারাগারে রয়েছেন তাঁরা। এদিকে প্রায় তিন মাস পর হঠাৎ তাঁদের সন্ধান মেলায় পরিবারগুলোতে বইছে আনন্দের বন্যা। সেই সঙ্গে তাঁদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি তুলেছেন স্বজনেরা।

ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের সৈয়দ মাঝির ট্রলার নিয়ে গত ২০ অক্টোবর বঙ্গোপসাগরে মাছ ধরতে যান লালমোহন ও চরফ্যাশন উপজেলার ২১ জেলে। তাঁদের মধ্যে লালমোহনের ৪ জন ও চরফ্যাশনের ১৭ জন জেলে ছিলেন। ২৪ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূলে আঘাত হানলে ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে অন্য অনেক জেলের মতো ওই ২১ জেলেও নিখোঁজ হন। মাসের পর মাস গড়ালেও তাঁদের সন্ধান না পাওয়ায় স্বজনেরা ধরেই নিয়েছিলেন, তাঁরা আর বেঁচে নেই। এদিকে অভাব-অনটনে- অনিশ্চয়তায় ভাসছিল পরিবারগুলো। কিন্তু কিছুদিন আগে স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, তাঁরা বেঁচে আছেন, তবে ভারতের কারাগারে।

মঙ্গলবার বিকেলে লালমোহনের পাঙ্গাশিয়া গ্রামে গিয়ে কথা হয় নিখোঁজ জেলে ইব্রাহিম, বাবুল, সালাউদ্দিন ও আবুল কালামের স্বজনদের সঙ্গে। তাঁরা বলেন, ভেবেছিলেন, অন্য অনেক জেলের মতো তাঁদেরও সলিল সমাধি হয়েছে। কিন্তু কিছুদিন আগে জানতে পারেন, তাঁরা ভারতের কারাগারে বন্দী।

নিখোঁজ বাবুলের মা শাহিনুর বেগমের কান্না এখনো থামেনি। এ পরিবারেও নেমে এসেছে অনিশ্চয়তা। অভাবের কারণে বাবুলের স্ত্রী জরিনা বেগম বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। শাহিনুর বেগম বলেন, ‘মাছ ধরতে গিয়ে ছেলে নিখোঁজ হয়। ছেলেকে দ্রুত ফেরত চাই। এ সংসার দেখার কেউ নাই।

লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ২১ জেলের ব্যাপারে সব তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। জেলেদের ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content

Powered by