Uncategorized

নৈর নদীর কাঠের সাঁকো যেন মরণ ফাঁদ

  প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৬:১৯:৩০ প্রিন্ট সংস্করণ

নৈর নদীর কাঠের সাঁকো যেন মরণ ফাঁদ

পাইকগাছা প্রতিনিধি : উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর গড়েরাবাদ গ্রামে প্রায় হাজারের অধিক মানুষের বসবাস। সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম ও বর্তমান ইউপি সদস্য গ্রামের কয়েক চেন ইটের সলিং করে, বাকি রাস্তা আজও পাকা হয়নি। উত্তর গড়েরাবাদ গ্রাম প্রায় ৪কিলোমিটার পথ হইতেছে এর মধ্যে শত শত মানুষের বসবাস, এ গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। এ গ্রামের ছেলে মেয়েরা শিক্ষা গ্রহনের জন্য পার্শে¦র এলাকা পূর্ব গজালিয়া গ্রামে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। দেখা যায়, ছেলে-মেয়েরা কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে স্কুলে যেতে হয়, এলাকার মানুষ ও স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রী নৈর নদীর উপর দিয়ে সহজে পূর্ব গজালিয়া ডাবল ইটের রাস্তা দিয়ে প্রধান সড়কে আসে। গত দু’বছর আগে উপজেলা পরিষদের বরাদ্দের মাধ্যমে উত্তর গড়েরাবাদ পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে, নৈর নদীর উপর কাঠের সাকো তৈরি করা হয়। এলাকার মানুষ সহজে সাকো পার হয়ে বিভিন্ন স্থানে চলাচল করতে থাকে, কয়েক মাসের ব্যবধানে সাকো মরণ ফাঁদে পরিনত হয়ে পড়েছে। জনৈক ব্যক্তি বলেন, উপজেলা বরাদ্দ অনুযায়ী সাকো তৈরি করা হয়নি, যেন তেন ভাবে সাকো তৈরি করার কারনে দুরুত্ব কাঠের সাকো নষ্ট হয়েছে। স্থানীয়রা জানান নৈর নদীর উপর কাঠের সাকো উপজেলার বরাদ্দকৃত অর্থ বর্তমান মেম্বর আক্কাজ ঢালী মাধ্যমে সাকোর কাজ তৈরি হয়। এ ব্যাপারে ইউপি সদস্য আক্কাজ ঢালীর কাছে মুঠো ফোনে যোগাযোগ করলে মোবাইলে তাকে পাওয়া যায়নি। জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আকতারুজামান বাবু এমপি মহাদয়ের সহযোগিতার মাধ্যমে টেকসই সাকো তৈরি কামনা করেছেন এলাকাবাসী।

আরও খবর

Sponsered content

Powered by