খুলনা

নড়াইলে খাল দখল করে বিশ্রামাগার নির্মাণ

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩৪:৪০ প্রিন্ট সংস্করণ

নড়াইল প্রতিনিধি : নড়াইলে প্রবাহমান খাল দখল করে বিশ্রামাগার তৈরি করলেন নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধীকারী ওরফে রবিন চেয়ারম্যান। সরেজমিনে দেখা গেল মুলিয়ার আফ্রা নদীর সাথে সংযোগ হয়ে একটি খাল নড়াইল শহরের কাছাকাছি চলে এসেছে। এ খাল নদীর সাথে সংযোগ থাকায় জোয়ার ভাটা হয়। এখানে প্রচুর মাছ হয়। এ মাছ শিকার করে আনেক মানুষের জীবন জীবীকা নির্বাহ হয়। এছাড়া প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এ খালের পানি সেচ দিয়ে শত শত একর জমীতে ধান, পাট, শাক, সবজী সহ নানা প্রকার ফসল উৎপাদন করা হয়। এলাকার মানুষের অভিযোগ এই খাল আমাদের জীবন জীবীকার সাথে ওতোপ্রোতো ভাবেই জড়িয়ে আছে বহুকাল ধরে। এখন রবিন চেয়ারম্যান যেটা করেছে তাতে দখলদাররা আরও উৎসাহিত হবে তাতে অচিরেই দখলদারদের করালগ্রাসে নিমজ্জিত হবে। এলাকাবাসী দ্রæত খাল উদ্ধারের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবী করেছে। এ বিষয়ে মুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রবীন্দ্রনাথের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এতে খালের কোন সমস্যা হবে না। এখানে মানুষজন সকালে প্রাতভ্রমণে এসে বিশ্রাম নেবে। এ ব্যাপারে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, এটা যদি করে থাকে সেটি ঠিক হয়নি। তবে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by