বরিশাল

পটুয়াখালীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

  প্রতিনিধি ২৯ আগস্ট ২০২০ , ৭:৪৫:১৭ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এঁর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা পরিষদের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মিদাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা পরিষদের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) শাহ্ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন। জেলা পরিষদের অফিস সহকারী মনিরুজ্জামান এর সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ কে এম শহীদুল ইসলাম, প্রফেসর এম নুরুল ইসলাম, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাফর আহমেদ, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী। এছাড়া বক্তব্য রাখেন সমাজ সেবিকা ফাতিমা ইয়াসমিন, শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা রাহিমা মিনি, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এঁর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সুধীজন, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by