রংপুর

ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২১ , ৭:৫৮:১৭ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘর টাকা দিয়েও না পাওয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দিনমুজুর বিধবা নমিতা রানী।

উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের কিসমত লালপুর গ্রামের বিধবা দিনমুজুর নমিতা রানী সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ বলেন, আমি একজন অসহায় বিধবা।

আমি আমার জরাজীর্ণ একটি ঘরে দুই সন্তান নিয়ে অতি কষ্টে বসবাস করছি। ৫নং খয়েবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের প্রধানমন্ত্রীর দেওয়ার ৩ লক্ষ টাকা মূল্যের ঘর নির্মাণ করে দিবেন বলে ১৩ হাজার টাকা নেন। কিন্তু ঘর দেওয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে অনেকবার যোগাযোগ করেও ঘর না পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করি।

 

তাতে কোন ফলাফল না পেয়ে আজ বাধ্য হয়ে আমার নিজবাড়ীতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।

 

আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি আমি অত্যন্ত অসহায়। আমার জন্য একটি ঘর অতি জরুরী। প্রধানমন্ত্রী যেন আমাকে একটা ঘর দেয়।

আরও খবর

Sponsered content

Powered by