চট্টগ্রাম

বাঁশখালীতে হাতি শাবকের মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৩ , ৪:১৬:২৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব পাহাড়ী দুইল্যাঝিরি এলাকা থেকে দেড় বছর বয়সী একটি বন্য হাতির বাচ্চা মৃত অবস্থায় উদ্ধার করেছে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ।

শুক্রবার (৭জুলাই) দিবাগত রাতে কোনো এক সময় হাতিটি মারা যায় বলে নিশ্চিত করেন স্থানীয় ও সংশ্লীষ্ট বন কর্মকর্তারা। পরদিন শনিবার সকালে বনকর্মকর্তা সহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের লোকজন ঘটনাস্থলে গিয়ে হাতির বাচ্চাটিকে উদ্ধার করেন।

এ বিষয়ে আনিসুজ্জান শেখ জানান, খাবারের সন্ধানে মাঝেমধ্যে পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে ঢুকে পড়ে বন্য হাতির দল। এসব হাতি মানুষের বসতঘর ও ধানক্ষেতে ব্যাপক তান্ডব চালায়। খাদ্যাভাব দেখা দিলে শুষ্কমৌসুমে বন্যহাতি লোকালয়ে নেমে আসে। হয়তো সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে লোকালয় গড়ে ওঠা বাসিন্দাদের ধাওয়া খেয়ে পাহাড় থেকে পড়ে এই হাতির মৃত্যু হয়েছে।’

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অফিসার ডা. সুপন নন্দী জানান, ‘হাতির বাচ্চার মৃত্যুর খবর পেয়ে আমরা ও বনকর্মকর্তার লোকজন ঘটনাস্থলে এসেছি। মৃত হাতির বাচ্চার ময়নাতদন্তের কাজ চলছে। ময়নাতদন্ত করে জানা যাবে কি কারণে মারা গেছে। হাতির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, প্রাথমিকভাবে ধারণা করছি এটি স্বাভাবিক মৃত্যু।’

আরও খবর

Sponsered content

Powered by