চট্টগ্রাম

বান্দরবানের রুমা-রোয়াংছড়িতে পর্যটন নিষেধাজ্ঞা

  প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ৫:৫৩:৪৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটক ভ্রমণে আজ মঙ্গলবার থেকে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। এক সপ্তাহ ধরে দুই উপজেলার গহীন অরণ্যে যৌথ বাহিনীর অভিযান চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গত সোমবার রাতে এমন সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

জানা গেছে, স্থানীয় প্রশাসন পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে এ নিষেধাজ্ঞা জারি করেছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন শিবলী বলেন, ‘রুমা ও রোয়াংছড়িতে অভিযানের বিষয়গুলো যৌথবাহিনী দেখছে। চলমান অভিযান সম্পর্কে প্রশাসনকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। দুর্গম এলাকায় যৌথবাহিনীর অভিযানের দরুন পর্যটকদের নিরাপত্তায় সাময়িকভাবে ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।’

আরও খবর

Sponsered content

Powered by