চট্টগ্রাম

বিজয়নগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে ৬০ টি পরিবার

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২২ , ৬:২৪:৫৫ প্রিন্ট সংস্করণ

আলমগীর হোসেন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বিজয়নগরে ৬০ টি পরিবারকে জমি ও সেমিপাকা গৃহ হস্তান্তর করেছে বিজয়নগর উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণীর ভূমিহীনদের পুনর্বাসনের জন্য ৩ য় পর্যায়ে ৬০ টি পরিবারকে আধাপাকা ঘর সহ ২ শতক জায়গার দলিল ভূমিহীনদের মাঝে বুঝিয়ে দেয়া হয়।

২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় বিজয়নগর উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম এর সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বিজয়নগরের ৬০ সহ বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার ৩২ হাজার ৯০৪ টি ভূমি ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘর উপহারের উদ্বোধন করেন।

উক্ত আয়োজিত অনুষ্ঠানে সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ আহামেদ রাসেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী,উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান,উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি জহিরুল ইসলাম ভূইয়াসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও খবর

Sponsered content

Powered by