ঢাকা

মাদারীপুরে বিনামূল্যে অটোভ্যান পেলো ২০ জন মৎসচাষী

  প্রতিনিধি ৩০ জুন ২০২০ , ৮:২৬:৩৩ প্রিন্ট সংস্করণ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে মাছের খাদ্য সরবরাহ ও বাজারজাত করার লক্ষ্যে ২০জন মৎসচাষীর মাঝে বিনামূল্যে ব্যাটারীচালিত অটোভ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা চত্তরে এই ভ্যান বিতরণ করেন জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা তপন মজুমদার, স্থানীয় মৎস চাষীসহ অনেকেই।
সদর উপজেলা মৎস অফিস সূত্র জানায়, ১১ লাখ টাকা ব্যয়ে ২০ জন মৎস চাষীকে দেয়া হয় এই সহায়তা। যার মধ্যে ল²ীপুর সিআইজি সমবায় সমিতি লিমিটেড ও শাপলা সিআইজি মৎস সমবায় সমিতি লিমিটেড সহায়তা করে ৩০ শতাংশ। বাকি ৭০ শতাংশ ন্যাশনাল এ্যাগরিকালসার টেকনোলজি প্রোগ্রামের মাধ্যমে দেয়া হয়। ব্যাটারী চালিত ভ্যানের মাধ্যমে মালামাল পরিবহনে ওই দুই সমিতির ২০ জন মাছ চাষাবাদে সামলম্বী হবে বলে আশা মৎস বিভাগের।

আরও খবর

Sponsered content

Powered by