খেলাধুলা

মিরপুরে রিজওয়ানকে ছাড়া পাকিস্তানের অনুশীলন

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২১ , ৫:৩৩:৪২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বিশ্বকাপের রেশ শেষ না হতেই আরেকটি সিরিজের জন্য প্রস্তুত হতে হচ্ছে পাকিস্তানকে। তিন ম্যাচের টি টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত শনিবার বাংলাদেশে এসেছে পাক শিবির। এক দিনের কোয়ারেন্টিন শেষে আজ থেকে অনুশীলন শুরু করেছে বিশ্বকাপের সেমি থেকে বিদায় নেয়া দুরুন্ত পাকিস্তান।

সোমবার মিরপুরের একাডেমি মাঠে সকাল ১০টায় প্রথম দিনের অনুশীলন শুরু করে পাকিস্তানি ক্রিকেটাররা। তবে প্রথম দিন দলের সাথে দেখা যায়নি কিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। আর সেটা অসুস্থতার কারণেই।

বিশ্বকাপের সেমিফাইনাল অসুস্থ শরীর নিয়ে খেলেছিলেন রিজওয়ান। এর দুই দিন আগে ভর্তি ছিলেন হাসপাতালে। একটু ভালো লাগায় তিনি খেলেছিলেন সেমিফাইনাল। খেলেছিলেন ৬৭ রানের দুর্দান্ত ইনিংস।

পাকিস্তান দলের এক প্রতিনিধি জানিয়েছেন, রিজওয়ানকে বিশ্রাম দেয়া হয়েছে। দলের সাথে আসেননি অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। আগামীকাল তাদের ঢাকায় এসে পৌঁছার কথা।

আগামী ১৯ নভেম্বর শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের মধ্যে দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। এর আগে প্রতিদিন একাডেমি মাঠে চলবে পাকিস্তান দলের অনুশীলন।

আরও খবর

Sponsered content

Powered by