চট্টগ্রাম

লক্ষীপুরে বিনামুল্যে চিকিৎসা সেবা পেল হাজারো শিক্ষার্থী

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ৬:২৩:৫১ প্রিন্ট সংস্করণ

লক্ষীপুর প্রতিনিধি :

লক্ষীপুরের রায়পুরে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্পে (দন্ত) স্থানীয় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২শ’ শিক্ষার্থী ও দুই শতাধিক এলাকাবাসীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ওয়ার্ল্ড ওরাল হেলথ্ ডে উপলক্ষে সোমবার (২০ মার্চ) সকালে উপজেলার রুস্তম আলী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

স্থানীয় পারভীন ডেন্টাল ক্লিনিকের সহযোগিতায় এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

কলেজের প্রতিষ্ঠাতা মো. বেল্লাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ডা. মো. শফিক উল্যাহ, ডা. মো. আবু ইউসুফ ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল প্রমুখ।

পরে স্থানীয় শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়, আল আরাফাহ দাখিল মাদ্রাসা, শিবপুর কা নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অক্সফোর্ড কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। 

আরও খবর

Sponsered content

Powered by