ঢাকা

শ্রীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২০ , ৬:৪৬:৫৬ প্রিন্ট সংস্করণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা রেহেনা খাতুন (৪০) খুন হয়েছে। নিহত রেহেনা ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ছেলে ইয়াসীন আরাফাতকে (১৬) গ্রেপ্তার করেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব (পশ্চিম পাড়া) গ্রামে নিহতের বাড়ীতে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

কাওরাইদ ইউপি সদস্য আশরাফুল ইসলাম ঢালী জানান, রেহেনা খাতুন সকালে বাড়ির উঠানে রোদে ধান শুকাচ্ছিল। এসময় ছেলে ইয়াসীন আরাফাত তার মা’র কাছে একটি ধারালো দা চায়। দা চাওয়ার কথা মা তাকে জিজ্ঞাসা করলে সে বলে গাছ থেকে ডাব পেড়ে খাবে। তাকে মা দা এনে দিয়ে ধান শুকানোর কাজে লেগে যায়। এসময় ছেলে ইয়াসীন পিছন দিক থেকে তার মায়ের ঘারে দা দিয়ে কুপ দিলে রেহেনা খাতুন মাটিতে পড়ে যায়। পরে সে দা দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে মা’কে খনি করে।

ইউপি সদস্য আরো জানান, ইয়াসীন আরাফাত বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র। গত কয়েকদিন যাবত সে বাড়ির সকলের সাথে অসংলগ্ন আচরন করছে। মানসিক ভারসাম্যহীন থাকায় সে এ কাজ করেছে। স্থানীয়রা তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।

অভিযুক্ত ইয়াসীন আরাফাত জানান, মা’র আতœার শান্তির জন্য সে তার মা’কে খনি করেছে। তবে এখন তার মা’র জন্য খুব কষ্ট লাগছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযুক্ত ছেলে ইয়াসীন আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by