চট্টগ্রাম

সবার মনোনয়ন চাওয়ার অধিকার আছে: শিক্ষামন্ত্রী

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৩ , ৭:১১:২৭ প্রিন্ট সংস্করণ

সবার মনোনয়ন চাওয়ার অধিকার আছে: শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রতিটি সংসদীয় আসনে আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী আছেন। তাই সবার মনোনয়ন চাওয়ার গণতান্ত্রিক অধিকার আছে। মনোনয়ন কাকে দেওয়া হবে, সেটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুরের কদমতলা রোডের শিক্ষামন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, আওয়ামী লীগ একটি বড় ও প্রাচীন দল। যারা এই দলটিতে কাজ করেন সারাজীবন আন্দোলন সংগ্রাম করেই তারা একটা পর্যায়ে আসেন। কাজেই প্রতিটি সংসদীয় আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকেন। তাই সবারই গণতান্ত্রিক অধিকার আছে মনোনয়ন চাওয়ার। 

মনোনয়ন কাকে দেওয়া হবে সেটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত এমন কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অনেক তরুণ ও নারীরা আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন- আমি মনে করি, এটি ভালো লক্ষণ। সবাই জনপ্রতিনিধি হতে ইচ্ছুক। জনগণের প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক- আমাদের নেতাকর্মীরা। এটিকে ভালো লক্ষণ হিসেবেই দেখছি। তবে আমি মনে করি মনোনয়ন বোর্ড যাকেই মনোনয়ন দিক না কেন নৌকার প্রার্থীর পক্ষে সব আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় সুনিশ্চিত এবং দলীয় ঐক্যকে সুদৃঢ় করবে।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by