খুলনা

সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর শাখার আহবায়ক কমিটি গঠন

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২১ , ২:০৬:২৬ প্রিন্ট সংস্করণ

নওয়াপাড়া প্রতিনিধি:

নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাপতি শিবু প্রসাদ সাহাকে আহবায়ক এবং জিএম মনিরুজ্জামান মনিকে সদস্য সচিব করে সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর উপজেলার শাখার ১৮ সদস্যের আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ এ আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন।
কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাকক্ষে শিবু প্রসাদ সাহার সভাপতিত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম তারু, সাবেক সভাপতি হারুন অর রশিদ, বর্তমান সাধারণ সম্পাদক ছানোয়ার আলম খাঁন দুলু, সহ-সভাপতি ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক সুকুমার দাস, তীর্যক যশোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার যুগ্ম সম্পাদক রওশন আরা রাসু, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ। কর্মী সমাবেশ সঞ্চালনা করেন, নওয়াপাড়া ইনস্টিটিউটের সাংস্কৃতিক সম্পাদক জিএম মনিরুজ্জামান মনি ও তীর্যক অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ দাস নান্টু।
কর্মী সমাবেশ শেষে রাত আনুমানিক ৮ টার সময় জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে শিবু প্রসাদ সাহা, যুগ্ম আহবায়ক সুনীল কুমার দাস, গাজী ইকবাল কবীর, তিমির বরণ সরকার, জিএম মেহেদী হাসান কাদের সদস্য সচিব জিএম মনিরুজ্জামান মনিসহ ১২জন কার্যকরী সদ্যের নাম ঘোষণা করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট অভয়নগর উপজেলা শাখায় রয়েছে উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার ১৮টি সাংস্কৃতিক সংগঠন।

 

আরও খবর

Sponsered content

Powered by