চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিভাগীয় পর্যায়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

  প্রতিনিধি ১৮ জুন ২০২৩ , ৩:২৭:০৭ প্রিন্ট সংস্করণ

কামরুল ইসলাম দুলু.সীতাকুণ্ড (চট্টগ্রাম) :

সারা দেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। তারই অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে  বিভাগীয় পর্যায়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ভবন চট্টগ্রাম বিভাগ এবং সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে রবিবার সকাল ১০ টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইন এর উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। উপজেলায় ২৪০ কেন্দ্রে মোট ৬১ হাজার ৮শত ৫০ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। স্বাস্থ্য বিভাগীয় উপ-পরিচালক ডা ইফতেখার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো. নুর উদ্দিন  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, ইউনিসেফের বিভাগীয় কো-অর্ডিনেটর ইউ বে সুই, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শফিউল আলম, ইউপি সদস্য অহিদুল আলম, কামরুল আজম, আব্দুর শুক্কুর, স্বাস্থ্য পরিদর্শক  ত্রিদীপ সরকার, হুমায়ুন আহমেদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by