চট্টগ্রাম

হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড

  প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২২ , ৭:৪২:৫৯ প্রিন্ট সংস্করণ

বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তিন জনকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা সাজা প্রদান করেন।

১৪নভোম্বর (মঙ্গলবার) বেলা ১টায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূইঁয়া এ রায় প্রদান করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট ইকবাল করিম মামলার বরাতে জানান গত ১১ মে ১৯৯১ইং তারিখে রাত সাড়ে তিন টায় নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুমস্থ মৃত গোলাম কাদেরের সন্তান ভিকটিম আব্দুর রহমান বিশেষ কাজের কথা বলে তার নববিবাহিত স্ত্রীকে মা ও ভাইকে নাজাননোর জন্য বলে ঘর হতে বাহিরে যায়। পরেরদিন ১২মে ১৯৯১ইং সকাল ছয়টায় সময় মানুষের কাছে একটি লাশ পড়ে থাকার কথা শুনে ভিকটিম আব্দুর রহমানের ভাই জহির আহাম্মদ ঘাড়ে ধারালো অস্ত্র দ্বারা প্রায় সম্পূর্ণ কাটা অবস্থায় তার ভাই ভিকটিমকে লাশ সনাক্ত করেন। উক্ত জহির আহাম্মদ বাদী হয়ে দুইজনকে সন্দেহ করে একটি এজাহার দায়ের করলে জি আর মামলা নং- ১৫/১৯৯১ এর সূত্রপাত হয়। উক্ত মামলা রুজু হবার পর মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক অভিযোগপত্র দাখিল করার পর মামলাটি বিচার নিষ্পত্তির জন্য বিজ্ঞ দায়রা জজ আদালতে স্থানান্তরিত হলে দায়রা মামলা নং-১৫/১৯৯৩ এর সূত্রপাত হয়। উক্ত মামলায় সাক্ষ্য গ্রহনের পর উভয় পক্ষের যু্ক্তিতর্ক শুনানী শেষে আজ বিজ্ঞ দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূইঁয়া উক্ত মামলায় ১) মোঃ নুরুল কবির প্রকাশ নুরাইয়া ২) ফয়েজ্জা পিতা- মজাফ্ফর ও ৩) গেয়াইস্যা পিতা মনু মিয়া দের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় তাদের প্রত্যেককে পেনাল কোডের ৩০২ ধারায় যাবজ্জীবন বিনাশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডে দন্ডিত করে দন্ডাদেশ প্রদান করেন। আসামীদের দুই জন যথাক্রমে ফয়েজ্যা ও গেয়াইস্যা গত ধার্য্য তারিখে যুক্তিতর্ক শুনানির দিন আাদালতে হাজির হলে আদালত যুক্তিতর্ক শুনানি শেষে আসামী দুইজনের জামিন বাতিল পূর্বক জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আজ তাদের উপস্থিতিতে বিজ্ঞ আাদালত এই রায় প্রচার করেন। অপর আসামী মোঃ নুরুল কবির প্রকাশ নুরাইয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। জানান আদালতের আইন কর্মকর্তা।

আরও খবর

Sponsered content

Powered by