রংপুর

আটোয়ারীতে হতদরিদ্র মহিলাদের মাঝে ছাগল বিতরণ

  প্রতিনিধি ১৮ জুন ২০২১ , ৭:৫৫:৪১ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে হতদরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ ও গাছ বিক্রয়ের লভ্যাংশ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং মির্জাপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের বাস্তবায়নে গ্রামীণ হত দরিদ্র মহিলাদের মাঝে আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার ফেডারেশন কার্যালয়ে ছাগল বিতরণ ও গাছ বিক্রয়ের লভ্যাংশ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

এ উপলক্ষে ফেডারেশনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের চেয়ারম্যান মো. দবিরুল ইসলাম। অনুষ্ঠানে উপকারভোগীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আলিম খান ওয়ারেসি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান। আরো বক্তব্য রাখেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান মো. ওমর আলী। আ

লোচনা শেষে ৩৫জন নারী সদস্যের মাঝে প্রত্যেককে ২টি করে মোট ৭০ টি ছাগল ও গাছ বিক্রয়ের লভ্যাংশ হতে সুবিধাভোগী অনিল চন্দ্র বসাককে ৬৪ হাজার ৪শত ৪০টাকা নগদ প্রদান করা হয়।

 

 

আরও খবর

Sponsered content

Powered by