ঢাকা

গোপালগঞ্জে একর্চুয়াল কোর্ট পরিচালনার দাবিতে আইনজীবীদের মানববন্ধন

  প্রতিনিধি ৩০ জুন ২০২০ , ৭:৫৮:২০ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে একর্চুয়াল কোর্ট পরিচালনার দাবিতে আইনজীবীদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি : সারা দেশব্যাপী বিচার কার্য পরিচালনার নিমিত্তে ভার্চুয়াল কোর্টের পরিবর্তে একর্চুয়াল (স্বাভাবিক আদালত) কোর্ট পরিচালনার দাবিতে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার বেলা ১১টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে আইনজীবীরা গোপালগঞ্জ সহ দেশের সকল জেলায় ভার্চুয়াল কোর্টের পরিবর্তে একর্চুয়াল কোর্ট পরিচালনার দাবিতে ব্যানার সহ সমবেত হন এবং বিভিন্ন স্লোগান দিয়ে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এ্যাড.এম.এম. নাসির আহমেদ বলেন, ভার্চুয়াল আদালত বন্ধ করে স্বাভাবিক ভাবে স্বল্প পরিসরে নিয়মিত আদালত করার দাবিতে আইনজীবীদের আজকের এ মানববন্ধন কর্মসূচি।
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড.এম.জুলকদর রহমান বলেন, দেশের সকল সরকারি দপ্তরে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে যাবতীয় কার্যক্রম পরিচালিত হলেও কেবলমাত্র দেশের সকল আদালতে এখনো ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে, এতে বিচারপ্রার্থীরা সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে অজানা শঙ্কায় ভুগছেন, ফলে সমাজে অপরাধ প্রবণতা তুলনামূলকভাবে অনেক বেড়েছে। তাই ন্যায়বিচারের স্বার্থে আগের নিয়মে স্বাভাবিক কোর্ট পরিচালনার জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাড.মো.আজগার আলী খান ভার্চুয়াল কোর্টের বিরোধিতা করে নিয়মিত কোর্টের জন্য জোরালো বক্তব্য রাখেন এবং তিনি বিজ্ঞ আইনজীবীদের ও বিচারপ্রার্থীদের নানান ধরনের সমস্যার কথা তুলে ধরে দ্রুত নিয়মিত কোর্ট চালু করার জন্য মাননীয় প্রধান বিচারপতি সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
এসময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সাবেক পিপি আলহাজ্ব এ্যাড. আব্দুল হালিম, সাবেক সভাপতি এ্যাড. কাজী মেজবাহ উদ্দিন, এপিপি আলহাজ্ব এ্যাড. শেখ মাসুদ আলী, এপিপি এ্যাড. মো. মতিয়ার রহমান, এ্যাড. রবিউল আলম, এ্যাড.আমিনুর হোসেন বিশ্বাস, এ্যাড.কদরে আলম খান, এ্যাড.মিজানুর রহমান, এ্যাড.কাজী আবুল বশার, এ্যাড.মো.কামাল হোসেন, এ্যাড. মুরাদ হোসেন, এ্যাড. মাহবুব হোসেন সহ অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by