চট্টগ্রাম

চট্টগ্রামে ১৭০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৩ , ৭:৪২:০০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ১৭০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন বিক্রয় ও সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা ধার্য্য করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ অক্টোবর) নগরীর চাক্তাই-খাতুনগঞ্জে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। এ সময় ওই দুই প্রতিষ্ঠানের গুদাম থেকে ১হাজার ৭শ কেজি পলিথিন জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, ‘চাক্তাই খাতুনগঞ্জ এলাকায় ওসমানিয়া গলির নামহীন একটি গোডাউন এবং রহমান ব্রাদার্সের একটি গোডাউন থেকে ১.৭ টন (১৭০০ কেজি) উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ কারণে দুইটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল মালেক জানান, পলিথিনমুক্ত নগরী গড়ার জন্য প্রশাসন কাজ করছে। নিষিদ্ধ পলিথিন বাজারজাত, সংরক্ষণ আইনত দন্ডনীয়। যারাই এ কাজে সংশ্লিষ্ট থাকবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by