ঢাকা

নরসিংদীতে সরকারি সম্পত্তি উদ্ধার

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২০ , ৭:৩৬:২০ প্রিন্ট সংস্করণ

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ একর ১৫ শতাংশ সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। গত রোববার দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে জেলার আমদিয়া ইউনিয়নের বনঘাব মৌজার পাকুরিয়া গ্রামে অভিযানটি পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো, শাহ্ আলম মিয়া। এ সময় আনসার বাহিনীর সদস্যসহ স্থানীয় এলাকার বাসী উপস্থিত ছিলেন। সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ আলম মিয়া জানান, সরকারি রেকর্ডপত্রে দেখা যায়, বিগত ১৯৮৪ সালে শরিফ মিয়া গং, আফাজ উদ্দিন গং এর নামে লীজ দেয়া থাকলেও অদ্যাবধি লীজমানি পরিশোধ এবং লীজ নবায়ন করেননি। এ ছাড়া, লীজগ্রহিতা যারা ছিল তাদেরও এটি দখলে নেই। বিভিন্নভাবে এই সম্পত্তি হাতবদল হয়ে অনেকই ভোগদখল করেছেন। কিন্তু সরকার বি ত হয়েছে রাজস্ব থেকে। বর্তমানে শাহ নেওয়াজ নামীয় ফার্মিং এটি ভোগ করে উক্ত জমিতে পুকুর, ভিটি, মুরগির খামার করেছিলেন। সরকারি সম্পত্তি দখলমুক্তকরণের এ অভিযান অব্যাহত থাকবে। উলে­খ্য যে, এর আগের দিন (২৫ জুলাই) শনিবার জেলার মাধবীর বিরামপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ আলম মিয়া কোটি টাকা মূল্যের ১৫৭ শতাংশ সরকারি পুকুরও উদ্ধার করেন ।

আরও খবর

Sponsered content

Powered by