রংপুর

বীরগঞ্জে করোনা টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২১ , ৮:৩৯:১১ প্রিন্ট সংস্করণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

সারা দেশের ন্যায় বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উৎসাহ উদ্দীপনায় করোনা টিকা প্রদান চলছে । দিনাজপুরের বীরগঞ্জে করোনা টিকা রেজিষ্ট্রেশনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ মো. আমিনুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাকারিয়া জাকা (পরিবারবর্গ সহ), সহ-সভাপতি করিমূল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর রাহা বাপ্পি, আওয়ামী লীগ নেতা দেবেন সরকার, মো. আবুল খাইর, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন প্রধান, যুবলীগের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আবেদ আলী, সহ-সভাপতি নাজমুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার শতশত নারী-পুরুষ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত করোনা টিকা গ্রহণ করছেন।

টিকা প্রহণের পর সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মহসীন জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত অনলাইনে রেজিষ্ট্রেশন করেছেন ১৩৯৮ জন, টিকা গ্রহন করেছেন ৫৫৮ জন।

 

আরও খবর

Sponsered content

Powered by