খেলাধুলা

বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিলে সাকিবকে বিসিবির চিঠি

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২২ , ৪:১০:৩৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

বেটউইনারের সাথে চুক্তি বাতিল করতে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বাঁহাতি এ অলরাউন্ডারকে গতকাল রবিবার (৭ আগস্ট) ই-মেইলে ওই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের এক কর্মকর্তা।

জানা গেছে, বাংলাদেশের কোনো নাগরিক ক্যাসিনো বা জুয়া-সংশ্নিষ্ট প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পারবেন না। সংবিধানেও জুয়া-সংশ্নিষ্ট বিষয়কে নিষিদ্ধ করা হয়েছে। বিসিবি থেকে বিষয়টি অবহিত করা হয়েছে সাকিবকে। সিইও নিজামউদ্দিন চৌধুরী এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস আলাদা করে কথা বলেছেন তার সাথে।

সাকিবের দাবি, বেটউইনার খেলাধুলার নিউজ পোর্টাল। এ কারণেই চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) এ ধরনের প্রতিষ্ঠানের সাথে চুক্তি করার ক্ষেত্রে বাধা নেই বলে জানান তিনি।

তবে দেশের আইনের প্রতি সম্মান দেখিয়ে চুক্তি বাতিল করতে পারেন ৩৫ বছর বয়সী এ ক্রিকেটার। বিষয়টি সমাধান করেই এ মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন তিনি।

 

আরও খবর

Sponsered content

Powered by