ময়মনসিংহ

ভালুকায় দোকানে আগুন, পুড়ে ছাই সব মালামাল

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২২ , ৭:৫৫:৩৮ প্রিন্ট সংস্করণ

মো: শাহিদুজ্জামান সবুজ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ  ময়মনসিংহের ভালুকা পশ্চিম বাজারে বুধবার বিকেলে অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই চার দোকানের সব মালামাল। এ ঘটনায় চার দোকানের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা পশ্চিম বাজারে হঠাৎ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় লোকজন অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আবুল কালামের কাপড়ের দোকান, মিসকিন পালের বাঁশের কুটির শিল্পের দোকান, সাইদুল ইসলামের মুদি দোকান, আজহারুল ইসলামের ওষূধের দোকান ও কালা চানের সেলুন পুড়ে ছাই হয়ে যায়।

ভালুকা ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো: সাদিকুর রহমান জানান, ভালুকা বাজারের পুকুরে পানি থাকায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তা না হলে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো। আগুনে চার ব্যবসায়ীর প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত ছাড়া এই মুহুর্তে বলা যাচ্ছেনা।

আরও খবর

Sponsered content

Powered by