চট্টগ্রাম

মতলব উত্তরে এস ই এল মডেল একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

  প্রতিনিধি ১৪ জুন ২০২২ , ৪:০০:৪১ প্রিন্ট সংস্করণ

একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়ালসহ শিক্ষকেরা

সম্রাট সিকদার, মতলব উত্তর প্রতিনিধি:

চাঁদপুর মতলব উত্তর উপজেলার এস ই এল মডেল একাডেমি ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৩ জুন সোমবার সকাল ১০ টায় চান্দ্রাকন্দি এস ই এল মডেল একাডেমির প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস ই এল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল।

উল্লেখ্য, এই প্রথমবারের মতো এস ই এল মডেল একাডেমি থেকে ১৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এস ই এল মডেল একাডেমির সহকারী শিক্ষক মোঃ শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন- এস ই এল মডেল একাডেমির সহকারী শিক্ষক মোঃ আব্দুল মতিন, মোঃ হানজালা, নাজমুন্নাহার, সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, ইমাম আজিজ, মোঃ বেলাল হোসেন, হিসাববিজ্ঞানের শিক্ষক জমির সরকার, সারমিন আক্তার, মাকসুদা আক্তার, মরিয়ম আক্তার, রেখা আক্তার, হাফেজ মুদাচ্ছির, কালিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হক, সমাজ সেবক মোঃ মোয়াজ্জেম হোসেন, পরিচালনা পর্ষদের সদস্য হাফিজুর রহমান রাকিব সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

পরিশেষে মিলাদ, দোয়া ও যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেই সকল শিক্ষার্থীদের উপহার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আরও খবর

Sponsered content

Powered by