চট্টগ্রাম

মশার উপদ্রব হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহনে পৌরসভা কে ধন্যবাদ জানাতে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ৭:৩৯:৫৬ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :

ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের (ডিআই) বান্দরবান জেলার রাজনৈতিক ফেলোদের পক্ষ থেকে ডিআই ফেলোশীপ ২২ তম ব্যাচের চলমান বহুদলীয় উদ্যোগে বান্দরবান  জেলায়  স্থানীয় সমস্যা চিহ্নিতকরণের অংশ হিসেবে গত ২৯ মে “বান্দরবান শহরের স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ বিষয়ক
ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বান্দরবান পৌরসভার বিভিন্ন স্থানে মশার প্রজনন ও জনগণের অসচেতন ভূমিকা ও পৌরসভার ভূমিকা নিয়ে সর্বসমত আলোচনার প্রেক্ষিতে জনগনকে সম্পৃক্ত করে গণস্বাক্ষর ও চলমান মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা,ড্রেন পরিষ্কার, স্থানান্তরযোগ্য ডাস্টবিন, কীটনাশক ছিটানো, কপার মেশিনের মাধ্যমে শহরের অলিতে গলিতে মশক নিধন, লার্ভা ধ্বংসের উপর অতিরিক গুরুত্বারোপ করার জন্য , বান্দরবান পৌরসভার মেয়র বরারব স্বারকলিপি প্রদান করা হয়।
পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর বিষটি অতি গুরুত্ব সহকারে গ্রহণ করে শহরের বিভিন্ন স্থানে মশক নিধনের কার্যকর ব্যাবস্থা গ্রহণ ও কাজের গতিকে বেগবান করতে উদ্যোগ গ্রহণ করেন।
তাৎক্ষনিকভাবে পৌর ড্রেন পরিষ্কার, ময়লা পরিষ্কার, ফগার মেশিনের কর্মীদের কাজের তদারকী করেন।

এই কার্যক্রম চলমান রাখায় ডি আই এর ২২তম ব্যাচের  পক্ষ থেকে বৃহস্পতিবার ২২ শে জুন সকালে বান্দরবান প্রেসক্লাবে  বান্দরবান পৌরসভার মেয়র  সৌরভ দাশ শেখর এবং পৌরসভার সকল ওয়ার্ড কাউন্সিলর বৃন্দদের ধন্যবাদ জ্ঞাপনের জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক মিনারুল হক,পৌরসভার মহিলা কাউন্সিলর দীপিকা রানি তঞ্চঙ্গ্যা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আওয়ামী লীগ এর রাজনৈতিক ফেলো মোঃ সাইফুল ইসলাম সনেট,জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ফেলো এডভোকেট জাহাঙ্গীর আলম খান,জতীয় পার্টির ফেলো মোঃ আলী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এসময় বান্দরবান পৌরসভায় মশার উপদ্রব হ্রাসে কার্যকরী (চলমান) পদক্ষেপ
নিয়মিত বাস্তবায়নের জন্য সাংবাদিকদের মাধ্যমে আহ্বান জানানো হয়।
জোর দাবী জানাচ্ছি ।

আরও খবর

Sponsered content

Powered by