চট্টগ্রাম

রায়পুরে জুয়েলারী ডাকাতির প্রতিবাদে স্বর্ণের দোকান পূর্ন দিবস বন্ধ

  প্রতিনিধি ১২ জুন ২০২৩ , ৬:০৯:২৯ প্রিন্ট সংস্করণ

সুদেব কুরী রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে আজ সোমবার (১২ জুন) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সব স্বর্ণের দোকান বন্ধ রাখার কর্মসূচি পালিত হচ্ছে। জেলা সদরের আ.কে শিল্পালয়ের মালিক অপু কর্মকারকে কুপিয়ে স্বর্ণ লুট করার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার  এ কর্মসূচী চলছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জেলা শাখা এ কমূসূচীর ডাক দিয়েছে।

এর আগে গত বুধবার (০৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে ৭-৮ জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে ওই দোকানের স্বর্ণালংকার লুট করে। ওইসময় দোকান মালিক অপু কর্মকারকে কুপিয়ে জখম করা হয়। তিনি ঢাকায় চিকিৎসাধিন রয়েছেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু ককটেল জব্দ করে। এদিকে ডাকাতদল পালানোর সময় তাদের বহনকৃত পিকআপভ্যানটি ঢাকা-রায়পুর মহাসড়কের ইটেরপুল এলাকায় দুর্ঘটনার শিকার হয়। গাড়ির নিচে চাপা পড়ে সফি উল্যা (৬০) নামে এক পথচারী নিহত হন। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় ডাকাত দলের সদস্য সবুজ ও মনসুর নামে দুইজনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে সবুজের বাড়ি বরগুনা জেলায় এবং মনসুরের বাড়ি নরসিংদী জেলায়। ওই ঘটনায় বৃহস্পতিবার (০৮ জুন) সন্ধ্যায় সদর থানায় পৃথক এই তিনটি মামলা রুজু করা হয়। ডাকাতির, বিস্ফোরক ও সড়ক দুর্ঘনা আইনে ৩টি মামলা হয়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রায়পুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিহির রায় বলেন, ‘প্রকাশ্য জেলা শহরে এমন লুটপাট ও হামলায় রায়পুরের র্স্বণকার ব্যবসার সাথে জড়িত সকলের মাঝেই আতঙ্ক বিরাজ করছে। আমরা জানমাল নিয়ে কি ভাবে ব্যবসা করে সংসার চালাবো তা শঙ্কায় আছি।   কবে নাগাদ এ ভীতিকর অবস্থা থেকে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো তা বলতে পারছিনা।’

বাজুস উপজেলা শাখার সভাপতি রবিন্দ্র কর্মকার বলেন, ‘রায়পুর উপজেলায় প্রায় শতাধিক স্বর্ণের দোকান রয়েছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলা কমিটির সাথে সহমত পোষণ করে দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছি । ডাকাতির ঘটনায় আমরা আতঙ্কিত। জড়িতদের কঠোর শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে।’

আরও খবর

Sponsered content

Powered by