ময়মনসিংহ

শেরপুরে স্কুলে শিক্ষার্থীদের পাঠদান, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  প্রতিনিধি ৬ জুলাই ২০২০ , ৮:০৮:৩২ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি: বৈশ্বিক করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) পরিস্থিতিতে শেরপুর জেলা শহরের বাগরাকসা এলাকার প্রিজম প্রিপারেটরী এন্ড হাইস্কুলে সোমবার সকাল ৯টার দিকে শিক্ষার্থীদের পাঠদানের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্কুলের পরিচালক কে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে শেরপুর জেলা শহরের বাগরাকসা এলাকার প্রিজম প্রিপারেটরী এন্ড হাইস্কুলে সোমবার সকালে ওই স্কুলের পরিচালক শিক্ষকদের দিয়ে শিক্ষার্থীদের পাঠদান দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে স্কুল পরিচালককে দন্ডবিধি ১৮৬০ সালের ২৬৯ ধারায় দোষী সাবস্থ্য করে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতে অন্যান্যদের মধ্যে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লাল মাহমুদ, জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি মো. হেলাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by