দেশজুড়ে

সরাইল থানার ওসি প্রত্যাহার, ৮ গ্রাম লকডাউন

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ৩:৪৫:০১ প্রিন্ট সংস্করণ

সরাইল প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সত্তেও ব্রাহ্মণবাড়িয়া জেলা লকাডাউন অমান্য করে বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির এবং বেড়তলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুবাযের আহম্মদ আনসারীর জানাজায় লাখো মানুষের উপস্থিতির জন্য সামাজিক দূরত্ব না থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন উপজেলার গ্রামকে লকডাউন করা হয়েছে সেই সাথে জানাজায় লোক সমাগমের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন টিটোকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর

ব্রাহ্মণবাড়িয়া জেলা লকডাউন থাকাকালে গত শনিবার সকালে সরাইল উপজেলার বেড়তলা মাদ্রাসা ময়দানে আনসারীর জানাজায় দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসায় লখো মানুষের সমাগম হয় এতে করে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার সম্ভবনা দেখা দেওয়ায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা, শান্তিনগর, বড়ইবাড়ি, সিতাহরন, আশুগঞ্জের বগইর, খড়িয়ালা, মৈশাইর সদর উপজেলার মালীহাতা গ্রামকে লকডাউন ঘোষনা করা হয়েছে এই গ্রামের কেউ আগামী ১৪ দিন বাড়ি থেকে বের হলেই কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন

সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ মাসুদ রানা জানান, প্রশাসনের নির্দেশে গ্রামের বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে এবং তা বাস্তবায়নে গ্রামকে লকডাউন ঘোষনা করা হয়েছে, লকডাউন নিশ্চিত করতে এলাকাগুলোতে সার্বক্ষণিক পুলিশের টহল থাকবে ঘটনায় সরাইল থানার ওসি সাহাদত হোসেন টিটোকে প্রত্যাহার করা হয়েছে

আরও খবর

Sponsered content

Powered by